পাহাড় কাটার দায়ে ১০ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের খুলশী থানার জিইসি এলাকার গৃহায়ন কর্তৃপক্ষের পাশের এক পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
রোববার (১৯ ডিসেম্বর) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।
বিজ্ঞাপন
তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। তারা পাহাড় কেটে পরিবেশ ক্ষতি করে আসছিলেন। আজ পরিবেশ অধিদফতরে শুনানি শেষে এ জরিমানা করা হয়েছে। পাহাড় কাটা ও দখলের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের মামলা দায়েরসহ এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত আছে।
মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, জরিমানার ১০ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়েছে। আর বাকি ৫ লাখ টাকা আগামীকাল পরিশোধ করবেন।
পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক ঢাকা পোস্টকে বলেন, গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর জিইসি এলাকায় পাহাড় পরিদর্শন করে পরিবেশ অধিদফতরের একটি দল। কার্যালয়ের পরিদর্শক মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শনকালে ২০ হাজার ঘনফুট পরিমাণে পাহাড় কাটার সত্যতা পান। পরিদর্শনকালে স্কেভেটর দিয়ে পাহাড় কাটতেও তিনি দেখেন। অ্যারাবিয়ান করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানের মালিক হাজী মো. নূরুল ইসলামের নির্দেশে পাহাড়টি কাটা হচ্ছিল।
তিনি আরও বলেন, পাহাড় কাটার কারণে সামান্য বৃষ্টি হলেই উক্ত স্থানে পাহাড় ধ্বসের আশঙ্কা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে পাহাড় কাটার দায়ে নুরুল ইসলামকে শুনানির নোটিশ দেওয়া হয়। আজকে পরিবেশ অধিদফতর কার্যালয়য়ে শুনানি শেষে নুরুল ইসলামকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
কেএম/আইএসএইচ