দুর্নীতি কমাতে ভিআইপিতন্ত্র ও বৈষম্য দূর করতে হবে
দুর্নীতি কমাতে হলে ভিআইপিতন্ত্র ও বৈষম্য দূর করতে হবে; দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করতে হবে। এমনটি মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার জহুরুল হক।
মহান বিজয় দিবস উপলক্ষে রোববার আয়োজিত এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাপরিচালক, পরিচালক ও উপ-পরিচালকরা।
বিজ্ঞাপন
কমিশনার (তদন্ত) জহুরুল হক বলেন, আমাদের মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল নিজেদের অধিকার আদায়, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। আপসহীন বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার। স্বাধীনতা অর্জনের ফলে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। তবে সার্বজনীন শিক্ষা ও স্বাস্থ্যসেবায় আমরা এখনো লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এগুলো নিশ্চিত করতে হবে। এ দুটি যদি ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়, তখন মানুষ এগুলো মেটাতে দুর্নীতির আশ্রয় নেয়।
তিনি বলেন, মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হলে দেশ দ্রুত এগিয়ে যাবে এবং দুর্নীতি কমে যাবে। আমাদের এখন অ্যাকশনে যেতে হবে। ভিআইপিতন্ত্র দূর করতে হবে, বৈষম্য দূর করতে হবে। দুর্নীতিবাজদের শাস্তি দিতে না পারলে বৈষম্য দূর করা যাবে না।
অন্যদিকে দুদকের অপর কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেন, আমাদের আচরণ পরিবর্তন করতে হবে। কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে। স্বাধীনতা অর্জনের পেছনে আমাদের সাধারণ মানুষের যে অবদান, তা স্বীকার ও স্মরণ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভাজনের কারণে আমাদের অর্জন বাধাগ্রস্ত হচ্ছে। আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না।
যার যার অবস্থান থেকে সঠিকভাবে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বাধীনতার প্রকৃত সুফল অর্জন করা সম্ভব বলেও মনে করেন তিনি।
আরএম/আরএইচ