প্রতিমন্ত্রীর পাকিস্তান সফর স্থগিতের কারণ জানালেন মন্ত্রী
আইসোলেশনে থাকার কারণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের পাকিস্তান সফর স্থগিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফর নিয়ে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
বিজ্ঞাপন
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চারদিন হলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইসোলেশনে আছেন। এ কারণে তিনি প্যারেডে যেতে পারেননি। এত সুন্দর সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, বিজয়ের অনুষ্ঠান হলো তিনি দুর্ভাগ্যবশত যেতে পারেননি।
তিনি বলেন, আমরা প্রেস কনফারেন্স করলাম, সেখানেও আসতে পারেননি। তিনি সেলফ আইসোলেশনে আছেন। তার সঙ্গে কোভিড রোগীর সাক্ষাৎ হয়েছিল। এ কারণে তিনি আইসোলেশনে আছেন। আর এ কারণেই তিনি পাকিস্তান যেতে পারেননি।
এখনও প্রতিমন্ত্রী শাহরিয়ার আইসোলেশনে আছেন বলে জানান ড. মোমেন।
আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত একটি বিশেষ অধিবেশনে যোগ দিতে পাকিস্তান যাওয়ার কথা ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর।
শনিবার দুপুরে এমিরেটস এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে দুবাই হয়ে প্রতিমন্ত্রীর ইসলামাবাদ যাওয়ার কথা থাকলেও তিনি সেদেশে যেতে পারেননি।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রোববার পাকিস্তানে ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন।
দীর্ঘ নয় বছর বাংলাদেশ থেকে পাকিস্তানে মন্ত্রী পর্যায়ে কোনো সফর হয়নি। সবশেষ, ২০১২ সালে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তান সফর করেছিলেন। এর আগে ২০১০ সালে তৎকালীন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস পাকিস্তান সফর করেন।
এনআই/আরএইচ