চট্টগ্রামে আগুনে বৃদ্ধার মৃত্যু
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার বিশ্ব কলোনি এলাকার রেললাইনের পাশের বস্তিতে আগুনে দগ্ধ হয়ে রেজিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আগুনে ৫টি কাঁচা ঘর পুড়ে গেছে।
রোববার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় এ ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আকবরশাহ বিশ্ব কলোনি এলাকার বস্তিতে আগুন লাগার সংবাদ পাই সকাল ৬টা ৫ মিনিটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৭টায় দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে দগ্ধ হয়ে রেজিয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময় তিনি ঘুমন্ত ছিলেন ও শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। আগুনে পাঁচটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন ঢাকা পোস্টকে বলেন, আগুনে বস্তির পাঁচটি টিনের ঘর পুড়ে গেছে। রেজিয়া বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার মেয়ে সামান্য আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
কেএম/জেডএস