দেশকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল হতে হবে
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) উপাচার্য ডা. ইসমাইল খান বলেছেন, দেশকে ভালোবাসতে হলে সবাইকে নিজের দায়িত্বের প্রতি আন্তরিক ও সৎ হতে হবে। বঙ্গবন্ধুর আরাধ্য সোনারবাংলা গঠনে সকলকে মনন ও মগজে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিএমইউয়ের হল রুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
উপ পরিচালক ডা বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় এতে আলোচনা করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আখতার, ডিন অধ্যাপক ডা. মনোয়ারুল হক শামীম, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. দেলোয়ার হোসেন, রেজিস্টার (ভারপ্রাপ্ত) ডা. হাসিনা নাসরিন, প্রধান প্রকৌশলী ফরহাদ রশীদ, শাহাদাত হোসেন, এইচ এম মাসুদ, মেজবাহ হাকিম, আলাউদ্দিন স্বপন, কাজী মুশফিক সালেহীন।
সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন উপাচার্য অধ্যাপক ডা মো ইসমাইল খানসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।
এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আইএসএইচ