ডা. সুভাষ সরকার

প্রথমবা‌রের ম‌তো বাংলা‌দেশ সফ‌র কর‌ছেন ভার‌তের শিক্ষা প্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকার। তি‌নি দেশ‌টির রাষ্ট্রপ‌তি র‌মিনাথ কো‌বি‌ন্দের সফরসঙ্গী হি‌সে‌বে ঢাকায় আসেন। বর্তমা‌নে তি‌নি ঢাকায় ব্যস্ত সময় পার কর‌ছেন।

রাষ্ট্রপ‌তির সফরসঙ্গী হি‌সে‌বে তিনি বুধবার কো‌বি‌ন্দের স‌ঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। একই দিন দুপুরে সুভাষ সরকার দেশ‌টির রাষ্ট্রপ‌তির স‌ঙ্গে ধানমন্ডি ৩২ নম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সফ‌রের দ্বিতীয় দিন তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলা‌দে‌শের বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠা‌নে কুচকাওয়াজ উপভোগ করেন। প‌রে বি‌কে‌লে জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজাতে সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রক্তস্নাত বিজয়ের আবেগ ও আনন্দ উদযাপনের জন্য আয়োজিত মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উ‌ল্লেখ্য, ডা. সুভাষ সরকার একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও ভারতীয় রাজনীতিবিদ। তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য হিসেবে ২০১৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে দেশ‌টির সংসদের নিম্নকক্ষ লোকসভায় নির্বাচিত হন। তিনি বর্তমানে মো‌দি সরকা‌রের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসে‌বে দায়িত্ব পালন করছেন।

এনআই/ওএফ