বিরিয়ানি নিয়ে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
চট্টগ্রামের খুলশীতে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের র্যালি শেষে বিরিয়ানি বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে খুলশী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে বড় মসজিদ আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- হিরন গ্রুপের টিটু চক্রবর্তী (২৩), বাবলু (২০) ও ওয়াসিম গ্রুপের সুজন (২০)।
বিজ্ঞাপন
পাহাড়তলী ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ ওয়াসিম ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুইজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা ঢাকা পোস্টকে বলেন, দুই গ্রুপের কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দুই গ্রুপের মারামারিতে ছুরিকাঘাতে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এরমধ্যে টিটু চক্রবর্তীর অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের বিজয় দিবসের র্যালি শেষে পার্টি অফিসের সামনে বিরিয়ানি বিতরণ করা হচ্ছিল। এসময় বিরিয়ানি বিতরণ নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কেএম/আইএসএইচ