ভিয়েতনামে স্বাধীনতার গৌরবোজ্জ্বল বিজয় উদযাপন
যথাযোগ্য মর্যাদা এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গৌরবোজ্জ্বল বিজয়ের ৫০ বছর উদযাপন করেছে ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাস, হ্যানয়।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভিয়েনার বাংলাদেশ দূতাবাস জানায়, দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, দোয়া ও মোনাজাত, দূতাবাসে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের উপর আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠান এবং ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয় ।
বিজ্ঞাপন
ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ সকালে জাতীয় সঙ্গীত সহকারে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং সুবর্ণজয়ন্তীর প্রতি বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের নিয়ে দূতাবাসে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের উপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনের পর দূতাবাসের কনফারেন্স রুমে বিজয় দিবসের তাৎপর্য উল্লেখ করে বিশেষ আলোচনা অনুষ্ঠান, ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভিয়েতনামের রাষ্ট্রদূত তাও থান হুং, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ও প্যালেস্টাইনের রাষ্ট্রদূত সাদি সালামা প্রমুখ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত সামিনা নাজ বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথ ধরে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা মুক্ত, সুখী, সমৃদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গড়ার। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছি।
এনআই/এসকেডি