হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইটি পরিত্যক্ত লাগেজের তালা খুলে ১৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউজ জানায়, বৃহস্পতিবার ভোরে শাহজালাল বিমানবন্দরের লাগেজ বেল্ট ৩ এবং ৪ থেকে পরিত্যক্ত দুইটি লাগেজ স্ক্যানিং করা হয়। স্ক্যানিংকালে ব্যাগের ভেতর থাকা সোনার অস্তিত্বের ইমেজ পাওয়া যায়। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে ব্যাগে থাকা তালার ভেতর থেকে ১৬টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ৮৬০ গ্রাম। বাজারমূল্য প্রায় ১ কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় মামলা করা হয়েছে।

এআর/এসকেডি