রাজধানীর কদমতলী এলাকায় অনুমোদনহীন বৈদ্যুতিক তার উৎপাদন, মজুত ও বিক্রির দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেছেন।

এনায়েত কবির সোয়েব বলেন, বুধবার বিকেল থেকে আজ সকাল পর্যন্ত র‍্যাব-১০ এর একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে বিএসটিআইয়ের প্রতিনিধির সহায়তায় রাজধানী কদমতলী এলাকায় অনুমোদনহীন বৈদ্যুতিক তার উৎপাদন, মজুত ও বিক্রি করার অভিযোগে অভিযান পরিচালনা করেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ক্যাবলস লিমিটেডকে ২ লাখ টাকা, অনিদ মাস্টার অয়েল ফেক্টরিকে ২ লাখ টাকা, বিডিবি ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৪ লাখ টাকা, অ্যাপোলো ক্যাবলস লিমিটেডকে ২ লাখ টাকা, এ কে ক্যাবলসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানে জব্দ হওয়া মালামাল নিলামে ২ লাখ টাকায় বিক্রি করা হয়। 

তিনি আরও বলেন, জরিমানা করা পাঁচটি প্রতিষ্ঠান বেশ কিছু দিন ধরে নকল ও অনুমোদনহীন বৈদ্যুতিক তার ও সরিষার তেল উৎপাদন, মজুত ও বিক্রি করে আসছিল।

এমএসি/এসকেডি