নাম তার রিপাত। বয়স মাত্র ৬ বছর। বাসা সাভারেই। বিজয় দিবসে পতাকা মাথায় নিয়ে এসেছে জাতীয় স্মৃতিসৌধে। তার মুখেও লেখা, মহান ১৬।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে দেখা মেলে রিপাতের। তার কাছে ১৬ ডিসেম্বর মানে আনন্দ। সে ঢাকা পোস্টকে বলে, ১৬ ডিসেম্বর মানে আনন্দ, খুশি। আজকে আমার কাছে অনেক ভালো লাগছে। 

মাথায় পতাকা আর মুখে বিজয়ের তারিখ লেখার বিষয়ে সে বলে, আজকের দিনে সবাই পতাকা মাথায় দিচ্ছে, আমিও দিলাম। এখানে আসার পথে মুখে একজন ১৬ তারিখ লিখে দিয়েছে। 

স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ুয়া রিপাত আজ সবমিলিয়ে খুশি। বলল, পতাকা মাথায় দিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। 

এসএইচআর/জেডএস