প্রতি বছর বিজয় দিবসের অপেক্ষায় থাকেন রুহুল আমিন। এদিন লাল-সবুজের পতাকা বিক্রি করে হাসি ফোটে তার মুখে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে পতাকা বিক্রি করতে আসেন ফরিদপুরের এ যুবক। আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১ হাজার টাকার পতাকা বিক্রি করেছেন তিনি।

রুহুল আমিন ঢাকা পোস্টকে বলেন, গত ৮ বছর ধরে আমি বিজয় দিবসের দিন পতাকা বিক্রি করি। এদিন অনেক মানুষ পতাকা কিনেন।

তিনি বলেন, প্রতি বছর এ দিনটির অপেক্ষায় থাকি। আজ ভোরে এখানে এসেছি। এখন পর্যন্ত ১ হাজার টাকার পতাকা বিক্রি করেছি। বিকেল পর্যন্ত আরও বিক্রি হবে।

১০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা দামের নানা আকারের পতাকা আছে রুহুল আমিনের কাছে। ছোট আকারের পতাকাই বেশি বিক্রি হয়।

তিনি জানান, বছরের অন্যান্য সময়ে বই, কাপড়সহ ভ্রাম্যমাণ দোকানে নানা জিনিস বিক্রি করে জীবিকা নির্বাহ করেন রুহুল আমিন।

এসএইচআর/এমএইচএস