শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা
নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস। প্রতিবছরের মতো এবারও বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলার নানা শ্রেণি পেশার মানুষ।
দিবসটি উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ২৫ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার কামরুল হাসান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা প্রশাসন মমিনুর রহমান।
বিজ্ঞাপন
পরে একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়- মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, সিডিএ, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন, জেলা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, অসাম্প্রদায়িক, সমাজতান্ত্রিক শোষণহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই মুক্তিযুদ্ধ করেছিলাম। তাই মুক্তিযোদ্ধা হিসেবে আমার সৌভাগ্য, দেশের মানুষের সঙ্গে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে পারছি।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান বলেন, এই মুহূর্তে দেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন, আমরা এখন সে পথেই আছি।
এছাড়াও চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের অনুষ্ঠান। এরপর স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশ, আনসার, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড এবং শিশু কিশোর সংগঠনের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন। চট্টগ্রাম প্যারেড মাঠে সিটি করপোরেশনের পক্ষ থেকেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কেএম/এমএইচএস