চট্টগ্রামের আকবরশাহ থানার পাক্কা রাস্তার মাথা এলাকায় বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বুধবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাক্কা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার এসআই টিটু নাথ।

নিহত দুজন হলেন- জোরারগঞ্জ থানার বড় দারোগার হাট এলাকার জামাল উদ্দিনের ছেলে আব্দুর রহিম (২১) ও মিরসরাইয়ের শম্ভু  বড়ুয়া (৪৫)।

পুলিশ কর্মকর্তা টিটু নাথ বলেন, উত্তরা পরিবহনের একটি মিনি বাস চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডের দিকে যাচ্ছিল। গাড়িটি পাক্কা রাস্তা এলাকায় পৌঁছলে রাস্তার মাঝখানে সড়ক বিভাজকে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। গুরুতর আহত অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আহত আরও একজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক ও তার সহকারী পালিয়েছেন। 

কেএম/ওএফ