৫৬ লাখ টিকা দিলো যুক্তরাজ্য ও জাপান
বাংলাদেশকে করোনাভাইরাসের ৫৬ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছে যুক্তরাজ্য ও জাপান। এর মধ্যে ৪১ লাখ টিকা দিয়েছে যুক্তরাজ্য আর জাপান দিয়েছে ১৫ লাখ ডোজ টিকা। কোভ্যাক্সের আওতায় দেশ দুটি এসব টিকা দিলো।
বুধবার (১৫ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসব টিকা হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন ও জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। দু’দেশের উপহারের এসব টিকা স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেকের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
এই প্রথম যুক্তরাজ্য থেকে টিকা পেলো বাংলাদেশ। অবশ্য জাপান বেশ কয়েকটি ধাপে ৩০ লাখের মতো টিকা দিয়েছে বাংলাদেশকে। সব মিলিয়ে ৪৫ লাখের মতো টিকা দিয়েছে বন্ধুপ্রতীম দেশটি।
জানা যায়, কোভ্যাক্সের আওতায় যুক্তরাজ্যের দেওয়া টিকার প্রথম চালান সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকায় পৌঁছেছে। অন্যদিকে জাপানের দেওয়া টিকা মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ঢাকায় আসে।
এনআই/জেডএস