রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকায় রাস্তা পর হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে হাবিবুর রহমান (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৫ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হাবিবুরের ভাই মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমরা সকালে খবর পাই আমার ভাই উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে আছেন। সেখানে গিয়ে শুনি সড়ক দুর্ঘটনায় সে আহত হয়েছেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ভাই আর নেই।

তিনি আরও জানান, আমার ভাই উত্তরায় একটি বেসরকারি ব্যাংকে অফিস সহকারী হিসাবে চাকরি করতেন। ভাইদের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তিনি কুড়িল বিশ্ব রোড এলাকায় থাকতেন। আমাদের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার নোয়াপাড়া গ্রামে। আমার বাবার নাম আব্দুল জব্বার (মৃত)।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলক্ষেত থানাকে জানানো হয়েছে।

এসএএ/জেডএস