বাংলা চ্যানেল জয়ে নামবেন ৮০ সাঁতারু
১৬তম ফরচুন বাংলা চ্যানেল সাঁতারে অংশ নেবেন সর্বোচ্চ সংখ্যক সাঁতারু। ফরচুন বাংলা চ্যানেল সাঁতার ২০২১-এ ৮০ জন সাঁতারু অংশ নিচ্ছেন। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০ ডিসেম্বর বঙ্গোপসাগরের বাংলা চ্যানেলে অনুষ্ঠেয় এ সাঁতারে দূরপাল্লার শৌখিন ও পেশাদার ৮০ জন সাঁতারু অংশ নেবেন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ পর্যটন বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বরাবরের মতো এবারও বাংলা চ্যানেল সাঁতার আয়োজন করছে ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা।
বিজ্ঞাপন
২০ ডিসেম্বর (সোমবার) সকাল সাড়ে ৯টায় টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকত থেকে এ সাঁতার শুরু হবে, শেষ হবে সেন্টমার্টিন দ্বীপে। বঙ্গোপসাগরে দূরপাল্লার সাঁতার উপযোগী ১৬.১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল আবিষ্কার করেন অ্যাডভেঞ্চারের গুরু প্রয়াত কাজী হামিদুল হক। ২০০৬ সালের ১৪ জানুয়ারি প্রথমবারের মতো বাংলা চ্যানেল সাঁতার অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ। বাংলা চ্যানেল সাঁতারের প্রধান পৃষ্ঠপোষক ফরচুন ব্র্যান্ড বাজারজাতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র মার্কেটিং ম্যানেজার ফয়সাল মাহমুদ।
এতে টানা ১৭ বার বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারু এবং ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী লিপটন সরকার বলেন, ‘এ সাঁতার আন্তর্জাতিক রীতি মেনে পরিচালনা করা হয়। নিরাপত্তার জন্য প্রত্যেক সাঁতারুর সঙ্গে একটি করে উদ্ধারকারী ও দিকনির্দেশক নৌকা রাখা হয়। এবার ১০ বছর ৪ মাস বয়সী সর্বকনিষ্ঠ এক সাঁতারু এ আয়োজনে অংশ নিচ্ছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ম বাংলা চ্যানেল সাঁতারের উদ্ধারকারী দল ও ইকুইপমেন্ট ব্যবস্থাপনার প্রধান সদ্য প্রয়াত কামাল আনোয়ার বাবুর স্মৃতির উদ্দেশে এবারের আয়োজন উৎসর্গ করা হয়েছে। ১৬তম বাংলা চ্যানেল সাঁতারের রেসকিউ পার্টনার বাংলাদেশ কোস্ট গার্ড। অংশীদার হিসেবে আছে বাংলাদেশ পর্যটন করপোরেশন, ইউনাইটেড সিকিউরিটিজ, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, ষড়জ, ভিসা থিং, স্টুডিও ঢাকা।
এসএসএইচ