১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়াম ও প্যারেড গ্রাউন্ডে দুই দিনব্যাপী অনুষ্ঠান চলবে। চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিটি করপোরেশন এসব অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া ১৭ ডিসেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উন্মুক্ত কনসার্ট। এসব অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগ আশপাশের সড়কে যান চলাচলের বিষয়ে নির্দেশনা জারি করেছে।  
 
ট্রাফিক নির্দেশনায় বলা হয়েছে, ১৬ ডিসেম্বর সকাল ৭টা হতে এম এ আজিজ স্টেডিয়াম কেন্দ্রিক ইস্পাহানী মোড় থেকে কাজির দেউরী, সিআরবি কাঠের বাংলো থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আটমার্সিং থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং নেভাল ক্রসিং থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

অনুষ্ঠানে আসা যানবাহন ইস্পাহানী মোড়, কাজির দেউরি, নেভাল ক্রসিং মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবে। পরবর্তীতে প্রধান পার্কিংস্থান হিসেবে জামিয়াতুল ফালাহ্ মসজিদ মাঠ ও পলোগ্রাউন্ড মাঠে পার্কিং করবে। এছাড়াও অবশিষ্ট যানবাহন সিআরবি সড়কে পার্কিং করতে পারবে। 

পরের দিন ১৭ ডিসেম্বর সুবর্ণজয়ন্তী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে উন্মুক্ত কনসার্ট চলাকালে বিকেল ৩টা থেকে এই নির্দেশনা কার্যকর থাকবে। 

এছাড়া ১৬ ডিসেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে চকবাজার প্যারেড গ্রাউন্ডে মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান ও শপথগ্রহণ অনুষ্ঠান হবে। ১৬ তারিখ সকাল ৭টা হতে গুলজার মোড় থেকে গণি বেকারি এবং প্যারেড কর্নারের উত্তর ও পূর্ব পাশের মোড়ে যান চলাচল বন্ধ থাকবে। অনুষ্ঠানে আসা যানবাহন সরকারি মহসীন কলেজ মাঠে পার্কিং করা যাবে। 

কেএম/এইচকে