চট্টগ্রামে শ্রদ্ধার সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের নানা শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী পাহাড়তলী বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে সিভাসু পরিবার। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং শহীদ বুদ্ধিজীবীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত।
বিজ্ঞাপন
সকালে পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সিভাসুর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন ফিশারিজ অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান। উপাচার্যের পর শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী ইউনিয়ন, প্রগতিশীল শিক্ষক ফোরামসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে আমরা বিভিন্ন উপজেলায় বধ্যভূমি খুঁজে বের করে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করে সেগুলো সংরক্ষণ করেছি।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম শহীদ মিনারে ফুল দিয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতারা। এছাড়াও আওয়ামীলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কেএম/এমএইচএস