অমর একুশে বইমেলার স্টল ভাড়া পরিশোধের সময় বাড়ল
অমর একুশে বইমেলা ২০২২ এর স্টল ভাড়ার অর্ধেক (ভ্যাটসহ) ২০ ডিসেম্বর ২০২১ এর মধ্যে জমা দেওয়া যাবে। বাকি অর্ধেক ভাড়া (ভ্যাটসহ) ৫ জানুয়ারি ২০২২-এর মধ্যে পরিশোধ করতে হবে।
সোমবার (১৩ ডিসেম্বর) বাংলা একাডেমির অমর একুশে বইমেলার পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
তাতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান চাইলে সমুদয় ভাড়া (ভ্যাটসহ) এক সঙ্গে ৫ জানুয়ারির মধ্যে পরিশোধ করতে পারবে। দুবারে টাকা জমা দেওয়া হলে প্রথমবারের জমা-রসিদ আপলোড না করে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর উভয় জমা রসিদ প্রতিষ্ঠানের নাম ও রেজিস্ট্রেশন নম্বরসহ একসঙ্গে স্ক্যান করে বা ফটো তুলে আপলোড করতে হবে। যেসব প্রতিষ্ঠানের সমুদয় ভাড়া ২০২২ সালের ৫ জানুয়ারির মধ্যে জমা হবে না সেসব প্রতিষ্ঠানের নাম লটারির তালিকা-বহির্ভূত থাকবে।
সেখানে আরও বলা হয়, ভাড়া ও ভ্যাট বাবদ প্রদেয় টাকা অগ্রণী ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখা থেকে অগ্রণী ব্যাংক লিমিটেড, বাংলা একাডেমি শাখার ‘বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০১৪০৪৯২৩১’ এ জমা দিতে হবে। টাকা জমার রসিদে প্রতিষ্ঠানের নাম ও অনলাইন রেজিস্ট্রেশন নম্বর থাকা অপরিহার্য। ব্যাংকে টাকা জমার রসিদের ফটোকপি সদস্য-সচিবের দফতরে জমা দিতে হবে।
এছাড়াও বলা হয়েছে নতুন আবেদনকারীরা একাডেমিতে ২০ ডিসেম্বর ২০২১ এর মধ্যে আবেদনপত্র এবং বই ও অন্যান্য কাগজ-দলিল জমা দিতে পারবেন।
পিএসডি/আইএসএইচ