নরসিংদীতে চুরি যাওয়া একটি মোটরসাইকেল জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ ডিসেম্বর) ভোরে মোটরসাইকেলটি চুরি হয় বলে জানায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার।

আনোয়ার সাত্তার বলেন, আজ সকালে নরসিংদী সদরের সেলিমগঞ্জ থেকে রণজিৎ চন্দ্র নামে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার হোন্ডা এক্স ব্লেইড ব্র্যান্ডের মোটরসাইকেলটি ভোরে কোনো এক সময় চুরি হয়। কলার জানান, মোটরসাইকেলটিতে জিপিএস ট্র্যাকার সংযুক্ত আছে। যার মাধ্যমে তিনি দেখতে পাচ্ছিলেন মোটরসাইকেলটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা এলাকায় আছে।

তিনি বলেন, ৯৯৯ এর কলটেলার কনস্টেবল আকাশ নাথ কলটি রিসিভ করেছিলেন তিনি তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং নবীনগর থানায় বিষয়টি জানায়। পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার এস আই মিরাজ উদ্দীন কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশের তৎপরতার আপডেট নিতে থাকেন।

তিনি আরও বলেন, অবশেষে কলারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রহ্মণবাড়িয়ার কসবা এলাকার লেশিয়ারার রবিন ও সেলিমের বাড়ির উঠান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পুলিশের তৎপরতা টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। কসবা থানার এস আই লিয়াকত ৯৯৯ কে বিষয়টি নিশ্চিত করেন।

যথাযথ আইনি প্রক্রিয়ায় মোটরসাইকেলটি মালিককে হস্তান্তর করা হবে। অপরাধীদের আটকের প্রচেষ্টা চলছে বলেও তিনি জানান।

এমএসি/আইএসএইচ