রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন মো. সেলিম ওরফে হাজী সেলিম ও মো. ইদ্রিস মিয়া। রোববার রাতে রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (১৩ ডিসেম্বর) ডিবি রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রমনা মডেল থানার আওতাধীন কাকরাইল এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা এবং প্রাইভেটকারসহ সেলিম ও ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, নিয়মিত কুমিল্লা জেলা থেকে গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারের মাধ্যমে ঢাকা মহানগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন তারা।

এ বিষয়ে রমনা মডেল থানায় একটি রুজু হয়েছে। সেই মামলায় আসামিদের আজ রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

এমএসি/এসকেডি