৫ কোটি টাকার গাঁজা ধ্বংস করা হলো ক্ষেতে
রাঙামাটির কাউখালী থানার ডেবাছড়ি এলাকায় আনুমানিক ৫ কোটি ২৫ লক্ষ টাকা দামের গাঁজা ক্ষেতেই ধ্বংস করেছে র্যাব ও সেনাবাহিনী। ৩ দশমিক ৫ একর জমিতে চাষ করা ওই গাঁজার পরিমাণ ৩ হাজার ৫০০ কেজি।
গাঁজা ধ্বংসের সময় এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
আজ রোববার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ শিপন।
আটক ব্যক্তির নাম ধন্য মনি চাকমা (৪৩)। তিনি রাঙামাটি জেলার কাউখালী থানার ডেবাছড়ি এলাকায় মৃত ঘাড়ভেঙ্গা চাকমার ছেলে।
র্যাব কর্মকর্তা মো. নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, ডেবাছড়ি দুর্গম পাহাড়ী এলাকায় কতিপয় মাদক কারবারি অবৈধভাবে গাঁজা চাষ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আজ র্যাব-৭ ও সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামী ধন্য মনি চাকমাকে আটক করে। পরে তার দেখানোমতে ৩ দশমিক ৫ একর জমিতে চাষকৃত প্রায় ৬ হাজারটি গাঁজা গাছ ধ্বংস করা হয়। ধ্বংসকৃত গাঁজার আনুমানিক ওজন ৩৫০০ কেজি। যার আনুমানিক মূল্য ৫ কোটি ২৫ লক্ষ টাকা।
আটক ধন্য মনিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙামাটি জেলার কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও গত ১৫ নভেম্বর রাঙামাটি জেলার কাউখালী থানার যেবাছড়ি এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫ একর জমিতে চাষকৃত ৫ হাজার ৫০০ কেজি গাঁজা উদ্ধারসহ একটি বড় গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছিল।
কেএম/এইচকে