চট্টগ্রাম নগরের হিলভিউ এলাকায় অভিযান চালিয়ে শিয়ালের মাংস বিক্রির দায়ে বেলাল হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছেন বন বিভাগের কর্মকর্তারা। 

শনিবার বিকেলে বিভাগীয় বন কর্মকর্তা, ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য।

তিনি বলেন, স্থানীয় বনাঞ্চল থেকে অবৈধভাবে বন্য শিয়াল শিকার করেন বেলালসহ কয়েকজন। পরে এটি জবাই শেষে হিলভিউ এলাকায় মাংস বিক্রি করছিলেন বেলাল। 

ক্রেতা সেজে বেলালকে আটক করেন বন বিভাগের কর্মকর্তারা। এ ঘটনায় বন আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বেলাল ছাড়াও পলাতক আরও চারজনের নাম মামলায় উল্লেখ করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা।  

কেএম/আরএইচ