চট্টগ্রামে হাফ ভাড়া কার্যকর, শিক্ষার্থীদের মিশ্র অভিজ্ঞতা
চট্টগ্রামে আজ সকাল ৭টা থেকে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হয়েছে। পরিচয়পত্র দেখিয়ে শিক্ষার্থীরা এ সুবিধা নিতে পারছে। তবে কিছু বাসে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তবে বাস মালিকরা বলছেন, কোনো বাস চালক বা হেলপার হাফ ভাড়া না নিলে পুলিশ ও মালিক সমিতিকে জানাতে।
শনিবার (১১ ডিসেম্বর) সকালে নগরের লাভলেন থেকে বাসে করে জিইসি মোড়ে এসেছেন এক শিক্ষার্থী। তিনি শিক্ষার্থী পরিচয় দিয়ে হাফ ভাড়া দিতে চাইলে বাসের হেলপার তার পরিচয়পত্র দেখতে চান। তখন পরিচয়পত্র দেখিয়ে হাফ ভাড়া দেন ওই শিক্ষার্থী।
বিজ্ঞাপন
তবে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র অর্পন সিনহার হয়েছে উল্টো অভিজ্ঞতা। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমি নিউ মার্কেট থেকে ৮ নম্বর রোডের গাড়িতে করে টেকনিক্যাল মোড়ে যাচ্ছিলাম। হাফ ভাড়ার কথা বলায় ড্রাইভার ও হেলপার আমার সঙ্গে তর্ক করে। তাদের আমি আইডি কার্ড দেখাই, আমার গায়ে ইউনিফর্মও ছিল। এরপরও তারা আমার থেকে হাফ ভাড়া নেয়নি। আমার সঙ্গে আরেকজন ছিল তার কাছ থেকেও হাফ ভাড়া নেয়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল ঢাকা পোস্টকে বলেন, ঘোষণা অনুযায়ী আজ থেকে গণপরিবহনে শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারবেন। হাফ ভাড়া মনিটরিং করার জন্য আমাদের দুটি টিম কাজ করছে। হাফ ভাড়া দেওয়ার জন্য অবশ্যই আমাদের যে শর্তগুলো ছিল তা সবাইকে মেনে চলতে হবে। গণপরিবহনে ওঠার সময় শিক্ষার্থীদের অবশ্যই ছবিযুক্ত আইডি কার্ড সাথে রাখতে হবে।
তিনি আরও বলেন, কোনো বাসের চালক ও হেলপার হাফ ভাড়া না নিলে তাদের বিরুদ্ধে যেন শিক্ষার্থীরা নিকটস্থ পুলিশকে অভিযোগ দেয়। পুলিশ ব্যবস্থা নেবে অথবা বাসের নাম্বারসহ আমাদের কাছে অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে।
রোববার (৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ চট্টগ্রামে নগরীতে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া ১১ ডিসেম্বর থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছিলেন। এক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের অন্য শহরে যদি সিটি সার্ভিস থাকে সেখানেও হাফ ভাড়া নেওয়া হবে। তবে আন্তঃজেলা পর্যায়ে হাফ ভাড়া কার্যকর হবে না।
তিনি আরও বলেন, ভ্রমণকালে ব্যক্তি মালিকানাধীন বাসে ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, প্রয়োজনে প্রদর্শন করতে হবে। বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবেন। ছুটির দিন হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু চট্টগ্রাম মহানগরে কার্যকর থাকবে।
কেএম/এসএসএইচ