বস্তা নিয়ে দৌড়, মিলল ৮ কোটি টাকার ইয়াবা
চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলীতে পৃথক অভিযান চালিয়ে চার কারবারিকে আটকসহ দুই লাখ ৭৬ হাজার ৮০৫ পিস ইয়াবা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), যার আনুমানিক মূল্য আট কোটি ৩০ লাখ টাকা।
পটিয়া থেকে আটক করা হয়েছে নুরুল ইসলাম (৪৩) ও মাহমুদুল হক লালুকে (২৪)। কর্ণফুলী থেকে আটক হয়েছেন মো. ইসমাইল (৪৩) ও মো. রেদওয়ান (২৬)।
বিজ্ঞাপন
শুক্রবার ও বৃহস্পতিবার অভিযান দুটি পরিচালনা করা হয় বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল।
তিনি বলেন, শুক্রবার গোপন সংবাদে জানা যায়, মাদক কারবারিরা যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে। পরে পটিয়া বাইপাস রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন র্যাব সদস্যরা। এসময় একটি বাস চেকপোস্টে থামলে দুজন নেমে প্লাস্টিকের বস্তা নিয়ে দৌড়ে পালাতে চেষ্টা করেন। তাদের আটকে বস্তা থেকে এক লাখ ৪৩ হাজার ১৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি ৩০ লাখ টাকা।
এদিকে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করেন র্যাব সদস্যরা। এক পর্যায়ে সংকেত দিলে একটি বাস চেকপোস্টে দাঁড়ায়। এ সময় বাস থেকে নেমে কৌশলে পালাতে চান দুজন। তাদের কাছেও প্লাস্টিকের বস্তা ছিল। তাদের কাছ থেকে এক লাখ ৩৩ হাজার ৬৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি টাকা।
র্যাবের এ কর্মকর্তা বলেন, আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেএম/আরএইচ