ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত আরও ২৫ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে এসেছে। বুধবার (৮ ডিসেম্বর) রাতে টিকাগুলো দেশে আসে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা।

তিনি জানান, সেরাম ইনস্টিটিউট থেকে ২৫ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে। এসব টিকা সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে।

বাংলাদেশ সরকার গত বছরের ১৩ ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কেনার জন্য সেরামের সঙ্গে চুক্তি সই করেছে। চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশের প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা। চুক্তির পর ভারত দুই দফায় ৭০ লাখ ডোজ টিকা দেয়।

এছাড়া বাংলাদেশকে উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ টিকা দেয় ভারত। দেশটিতে করোনার সংক্রমণ বেড়ে গেলে টিকা রফতানি বন্ধ করে দেয় সেরাম। এরপর দেশটি গত ২ ডিসেম্বর আরও ৪৫ লাখ টিকা পাঠায়। এবার এলো আরও ২৫ লাখ টিকা। সেরামের সঙ্গে চুক্তির অধীনে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। 

এনআই/আইএসএইচ