চট্টগ্রাম কারাবন্দিদের দেওয়া হচ্ছে করোনা টিকা
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
তিনি ঢাকা পোস্টকে বলেন, আজকে থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথমদিন ৮০০ বন্দীকে টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে চট্টগ্রাম কারাগারে থাকা ৭ হাজার ৮৭৫ জন বন্দীকে টিকা দেওয়া হবে। বন্দীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।
ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, কারাবন্দিদেরকে বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হচ্ছে। টিকা নেওয়ার জন্য তাদেরকে নিবন্ধন করতে হয়নি। তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও যাদের এনআইডি আছে তার নম্বর রেখে টিকা দেওয়া হচ্ছে। এছাড়া তাদেরকে একটি কার্ড দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। যদি কেউ এক ডোজ টিকা নিয়ে জামিনে বের হয়ে যায়, বাইরে যাতে কার্ডটি দেখিয়ে দ্বিতীয় ডোজ টিকা দিতে পারে সেজন্য দেওয়া হচ্ছে। আমরা চাইছি সবাইকে যেকোনো প্রক্রিয়ায় হোক টিকার আওতায় আসতে।
তিনি বলেন, আমার জানামতে বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম কারাগারে করোনার টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য কারাগারেও টিকা দেওয়া হবে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার কাজী মাজহারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আজকে চট্টগ্রাম কারাগারে ৭ হাজার ৮৭৫ জন বন্দী আছে। অনেক সময় তা বাড়ে কমে। পর্যায়ক্রমে সবাইকে করোনার টিকা দেওয়া হবে। কারাগারের ভেতর দুটি কক্ষে আটটি বুথে টিকা দেওয়া হচ্ছে।
কেএম/জেডএস