মালামাল চুরির অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ের ভবন মালিক সালাহউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে ধানমন্ডি ১১/এ নম্বর রোড থেকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের গ্রেফতারের পর তাদের ধানমন্ডি কার্যালয়ে চুরির ঘটনা ঘটে। এতে অনেক মালামাল চুরি হয় কার্যালয় থেকে। পরে এ বিষয়ে একটি মামলা হয় ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ের ভবন মালিক সালাহউদ্দিনের বিরুদ্ধে। ওই মামলায় তাকে আজ গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ইভ্যালির বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ ও পরিচালনার নিয়ম পর্যালোচনা করতে একটি বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ডের একজন সদস্য এ চুরির ঘটনায় বাদী হয়ে সালাহউদ্দিনকে আসামি করে মামলাটি করেন।

এমএসি/এসকেডি