চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, অপরিকল্পিত নগরায়ণের কারণে চট্টগ্রামে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। এই ঝুঁকি মোকাবিলায় আমাদেরকে ভূমিকম্প সহনীয় আবাসস্থল নির্মাণ করতে হবে। সেই পরিকল্পনা নিয়ে নগর সাজাতে হবে।

বুধবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর ষোলশহর এলজিইডি ভবনে নগর স্বেচ্ছাসেবক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মেয়র বলেন, দুর্যোগপ্রবণ দেশ হওয়া স্বত্বেও বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে আছে। 

মো. রেজাউল করিম চৌধুরী আরও বলেন, করপোরেশনের চারটি ওয়ার্ডে ১৫০ জন ভলান্টিয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মৌলিক প্রশিক্ষণ নিয়ে জাতীয় নগর স্বেচ্ছাসেবকের স্বীকৃতি পেয়েছে। নগর স্বেচ্ছাসেবকরা এই কার্যক্রমে ইতোমধ্যে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে। এই নগর স্বেচ্ছাসেবকরা কোভিড-১৯ এ চরম বিপর্যয়ের সময় সাধারণ ছুটি ও লকডাউনকালীন বিধিনিষেধ বাস্তবায়ন ও মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছে। চসিক ৪১টি ওয়ার্ডে ১৫শ জনের স্বেচ্ছাসেবক টিম গড়ে তুলেছে। যারা সমগ্র চট্টগ্রামে ডেঙ্গু, চিকনগুনিয়া রোধে মাসব্যাপী কার্যক্রম বাস্তবায়ন করে সাড়া জাগিয়েছে। 

করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ স্ট্যান্ডিং কমিটির সভাপতি মো. মোর্শেদ আলম, বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মোবারক আলী, কাউন্সিলর মো. এসরারুল হক, জেলা ত্রাণ কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, ফায়ার সার্ভিসের সিনিয়র সেকশন অফিসার এনামুল হক।

কেএম/এইচকে