ওমিক্রন শনাক্তে কিট এনেছে সিভাসু
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্তের জন্য নতুন কিট এনেছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।
আজ বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে সিভাসুর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা স্বাস্থ্য বিভাগকে বলেছি ওমিক্রনের সাসপেকটেড কেউ থাকলে নমুনা সংগ্রহ করে আমাদেরকে পরীক্ষা করার জন্য দিতে। প্রাথমিকভাবে আমরা জানিয়ে দিতে পারব আক্রান্ত ব্যক্তির ওমিক্রন কি না। পরবর্তীতে তা আমরা জিনোম সিকোয়েন্সে নিয়ে যেতে পারব।
তিনি বলেন, ওমিক্রন আক্রান্ত কি না, তা শতভাগ নিশ্চিত হওয়া যাবে জিনোম সিকোয়েন্স করে।
গৌতম বুদ্ধ দাশ বলেন, আমরা ১০০ কিট এনেছি। এগুলো আমরা নিজস্ব উদ্যোগ নিয়ে এসেছি। এছাড়া করোনা নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে নতুন নতুন গবেষণা চলছে বলে তিনি জানান।
সিভাসু সূত্রে জানা গেছে, ওমিক্রন শনাক্তে কিট গুলো আনা হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে। এতে ১ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হয়েছে। তিন থেকে চার ঘণ্টায় ফলাফল পাওয়া যাবে।
কেএম/এইচকে