ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রোববার থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়েও। অন্যান্য দিনের তুলনায় সোমবার (৬ ডিসেম্বর) সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। 

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সচিবালয়ে কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় উপস্থিতি কিছুটা কম। 

বৃষ্টির কারণে সচিবালয়ের ক্যান্টিনগুলোতেও মানুষের উপস্থিতি কম দেখা গেছে।  

সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় কাজে বের হওয়া এবং অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েন। গণপরিবহন সংকট ও কিছু কিছু সড়কে যানজট ভোগান্তির মাত্রা আরও বাড়িয়েছে। সেজন্য সচিবালয়ে উপস্থিতি কিছুটা কম।

তবে যাদের জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে তাদের উপস্থিতি তেমন কমেনি বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ইসমাইল।
 
ঢাকা পোস্টকে তিনি বলেন, যাদের জন্য গাড়ি আছে তারা চলে আসতে পেরেছেন। কিন্তু যারা গণপরিবহনে চলাচল করেন তাদের উপস্থিতি কিছুটা কম।

এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদ উপকূলে আসার আগেই দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। মূলত নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গড় গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার রয়েছে। দমকা ও ঝোড়ো হাওয়া বেড়ে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর দূরবর্তী সতর্ক সংকেতের আওতায় রাখা হয়েছে। সমুদ্রে অবস্থানরত নৌযান ও মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।


এসএইচআর/এনএফ