বাসায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- সোলায়মান (৪২), তার স্ত্রী রিমা (৩১), তাদের ২ ছেলে মাহিত (১৩) ও আরোজ (৩)।
বিজ্ঞাপন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের চারজনকে আমাদের এখানে আনা হয়।
দগ্ধদের মধ্যে সোলায়মানের শরীরের ৯৫ শতাংশ, রিমার শরীরের ১৫ শতাংশ, মাহিতের শরীরের ১৬ শতাংশ এবং আরোজের শরীরের ৫ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে ভর্তি দেওয়া হয়েছে। শিশু আরোজ ৫ শতাংশ দগ্ধ হওয়ার তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সোলায়মানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেল এইচডিইউতে রেফার্ড করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
এসএএ/এমএইচএস