স্বাস্থ্যকর্মীদের টিকা প্রয়োগে প্রশিক্ষণ দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি/ ছবি: সংগৃহীত

করোনার ভ্যাকসিন প্রয়োগে তিনটি হাসপাতালে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব দুটি হাসপাতাল ও একটি মাতৃসদন কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে সংস্থাটি। এছাড়া এই তিনটি হাসপাতালের ডাক্তার এবং নার্সদের টিকা প্রয়োগের প্রশিক্ষণও ইতোমধ্যে দেওয়া হয়েছে।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় করোনার ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্যে ৮৪ জন ডাক্তার ও নার্সকে প্রশিক্ষণ দিয়েছে ডিএসসিসি।

গত ২৫ জানুয়ারি নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করে দক্ষিণ সিটি।

এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. ফজলে শামসুল কবির ও ডা. নিশাত পারভীন। দুজনই স্বাস্থ্য অধিদপ্তরের প্রশিক্ষিত জাতীয় প্রশিক্ষক (মাস্টার ট্রেইনার) হিসেবে ইতোমধ্যে প্রশিক্ষণ নিয়েছেন।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, বৈশ্বিক মহামারির শুরু থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশনা ও নেতৃত্বে করপোরেশন জনগণের পাশে থেকে এই দুর্যোগ মোকাবিলায় কাজ করে চলেছে। লকডাউন বাস্তবায়ন থেকে শুরু করে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা এবং সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী সব বিষয়ে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা কাজ করে চলেছেন। সবার আন্তরিক প্রচেষ্টায় করোনা মহামারি মোকাবিলায় আমরা লক্ষণীয় সাফল্য পেয়েছি। আমরা আশাবাদী, এই ভ্যাকসিন কার্যক্রমেও মেয়রের নেতৃত্বে আমরা সফল হব।

ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোভিড-১৯ ব্যবস্থাপনায় বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে। আশা করছি, কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগেও আমরা নজির স্থাপন করব। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি এবং এই ভ্যাকসিন কার্যক্রম সুচারুভাবে সফল করার বিষয়েও আমরা আশাবাদী।

ভ্যাকসিনের বিরুদ্ধে গুজব প্রতিরোধ করা সকলের দায়িত্ব এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ভ্যাকসিন নিয়ে অহেতুক গুজব প্রতিরোধ করার দায়িত্ব আমাদের সবার। সিটি করপোরেশন এলাকায় যে সকল ভ্যাকসিন টিম হবে, সেসব টিমকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে আমাদের দুজন ডাক্তার স্বাস্থ্য অধিদপ্তরের প্রশিক্ষিত জাতীয় শিক্ষক হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

এদিকে, বুধবার (২৭ জানুয়ারি) দেশে টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরই দেশে প্রথম টিকা গ্রহণকারী হিসেবে নাম লেখান কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা। প্রথম দিন মোট টিকা নেন ২৭ জন।

টিকা প্রয়োগের দ্বিতীয় দিনে এসে বৃহস্পতিবার মন্ত্রী, আমলা, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীসহ পাঁচ শতাধিক ব্যক্তি প্রাণঘাতী এ ভাইরাসের টিকা নেন।

এএসএস/এফআর