ঢাকা-চট্টগ্রামে ৩৬ বাসকে জরিমানা
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১৩টি স্থানে ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। অভিযানে ৩৬টি বাসকে অতিরিক্ত ভাড়া আদায়, রুট ভায়োলেশনসহ অন্যান্য অপরাধে ২ লাখ ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
শনিবার (৪ ডিসেম্বর) বিআরটিএ-এর এনফোর্সমেন্ট শাখা থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
বিআরটিএ সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত আজ ১৯১টি ডিজেল চালিত বাস-মিনিবাস পরিদর্শন ও পরীক্ষা করে এবং বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাছাই করে দেখেন। এতে ২০টি ডিজেল চালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধের প্রমাণ পাওয়া যায় এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বাস রুটে রেশনালাইজেশন এবং কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তন সংক্রান্ত কার্যক্রম সমন্বয় কমিটির সিদ্ধান্তের আলোকে সমন্বিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও যৌথ অভিযানের অংশ হিসাবে রুট ভায়োলেশনের কারণে ১৬টি বাসের বিপরীতে ৫১ হাজার টাকা জরিমানা ও রুট পারমিট না থাকায় একটি বাসকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে এবং অন্যান্য আইনে ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এদিন রাজধানীর মানিক মিয়া এভিনিউসহ বিভিন্ন স্থানে রোড শো (লিফলেট, স্টিকার বিতরণ ও স্থাপন) অনুষ্ঠিত হয়।
রোড শোতে অংশগ্রহণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
বিআরটিএ’র সচিব ও পরিচালকরা ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় রোড শোতে অংশগ্রহণ করেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন, শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর ও অতিরিক্ত ভাড়া আদায় রোধের পরিস্থিতি তদারকি করেন। এছাড়া বিআরটিএ’র সব কর্মকর্তা/কর্মচারী রোড শোতে অংশগ্রহণ করেন।
পিএসডি/জেডএস