সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৫
র্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের পাঁচ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর দক্ষিণখান এবং কুষ্টিয়া জেলা থেকে তাদের গ্রেফতার করেছে র্যাব-১২ এবং র্যাব-১ এর যৌথ দল।
বিজ্ঞাপন
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয় বলে জানান র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এসএসএইচ