মতিঝিল শাপলা চত্বরে গাড়ি ভাঙচুর
মতিঝিল শাপলা চত্বরে হিমালয় পরিবহনের একটি গাড়ি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নিরাপদ সড়কের দাবিতে শাপলা চত্বর এলাকায় বিক্ষিপ্তভাবে অবস্থান নেয় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল সেন্ট্রাল স্কুলের শতাধিক ছাত্র। শাপলা চত্বর এলাকায় দুপুর ২টা পর্যন্ত তারা অবস্থান করেন।
শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও সড়ক দুর্ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেন। তারা ‘দাবি মোদের একটাই নিরাপদ সড়ক চাই’, ‘জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে’ ও ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দেন।
বিজ্ঞাপন
এসময় শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে গাড়ি ও মোটরসাইকেল চালকদের লাইসেন্স দেখেন। লাইসেন্স না থাকায় বেশকিছু গাড়ি আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছেন তারা।
বিক্ষোভ চলাকালে হিমালয় পরিবহনের একটা বাস ভাঙচুর করেন শিক্ষার্থীরা। ছাত্রদের দাবি, লাইসেন্স চেক করার সময় হিমালয় পরিবহনের চালক প্রথমে কাগজপত্র না দেখিয়ে ধাক্কা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে গাড়ির গ্লাস ভাংচুর করে তারা।
তবে চালক মেহেদির দাবি, চাওয়া মাত্রই কাগজপত্র দেখিয়েছি। কাউকে ধাক্কা দেননি বলেও জানান তিনি।
এদিকে বিক্ষোভ চলাকালে রাস্তা বন্ধ থাকায় মতিঝিলের চার দিকের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ২টায় তারা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এসআই/এসএসএইচ