নিরাপদ সড়কের দাবিতে মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নিয়ে সড়ক বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) ‌দুপুর ১টায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ উচ্চ বিদ্যালয়, মতিঝিল সেন্ট্রালের শিক্ষার্থীরা শাপলা চত্বরে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। 

এ সময় ছাত্ররা জানান, দা‌বি একটাই, নিরাপদ সড়ক চাই। তারা 'জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে', 'উই ওয়ান্ট জাস্টিস', 'আমার ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে'- এমন বি‌ভিন্ন স্লোগান দিচ্ছেন।

রাস্তা বন্ধ ক‌রে শিক্ষার্থীরা গা‌ড়ি ও মোটরসাই‌কে‌লের চাল‌কের লাইসেন্স পরীক্ষা করে দেখ‌ছেন। কারো লাই‌সেন্স না থাক‌লে গাড়ি আটক করে আইন-শৃঙ্খলা বা‌হিনীর কা‌ছে দি‌চ্ছেন। 

এদিকে শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে দেওয়ায় মতিঝিলের চার দিকের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

এসআই/জেডএস