মতিঝিলের সড়কে শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নিয়ে সড়ক বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ উচ্চ বিদ্যালয়, মতিঝিল সেন্ট্রালের ছাত্ররা শাপলা চত্বরে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন (এ রিপোর্ট লেখার সময় )। পরে দুপুর ২টা নাগাদ তারা সড়ক ছেড়ে দেন।
এ সময় তারা ‘জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’- স্লোগান দেন। সড়কে তাদের অবস্থানের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।
বিজ্ঞাপন
এদিকে একই দাবিতে রামপুরা এলাকার অবস্থান নিয়েছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল কলেজ, ন্যাশনাল আইডিয়াল ও রাজধানী আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করছেন। এতে সড়কের দুইপাশে যানচলাচল বন্ধ রয়েছে।
এসআই/জেডএস