রাজধানীর রামপুরায় মাইনুদ্দীন নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় অনাবিল পরিবহনের বাসচালক সোহেলকে (৩৫) গণপিটুনি দিয়েছে জনতা। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।  

বাসচালককে উদ্ধার করে ঢামেকে নেওয়া রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন ঢাকা পোস্টকে বলেন, জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিস্তারিত পরে জানানো হবে। 

তিনি বলেন, রামপুরায় শিক্ষার্থী নিহতের ঘটনায় গণপিটুনিতে ঘাতক বাসের চালক গুরুতর আহত হয়েছেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। 

রাত পৌনে এগারোটার দিকে রাজধানীর রামপুরা এলাকায় অনাবিল পরিবহনের বাসের চাপায় একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দীন ইসলাম নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেয় তারা। পাশাপাশি কয়েকটি বাস ভাঙচুরও করে।

এসএএ/আরএইচ