সহকারী পরিচালক হলেন দুদকের ৪০ কর্মকর্তা
উপসহকারী পরিচালক থেকে পদোন্নতি পেয়ে সহকারী পরিচালক হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৪০ কর্মকর্তা।
সোমবার (২৯ নভেম্বর) দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। সংস্থাটির জনসংযোগ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- মো. আলতাফ হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. ফয়সাল কাদের, সৌরভ দাশ, মো. আমির হোসাইন, মো. এনামুল হক, প্রবীর কুমার দাস, মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ শোয়ায়েব হোসেন, বিজন কুমার রায়, মো. আরিফ হোসেন, মো. আশিকুর রহমান, আফনান জান্নাত কেয়া, বিলকিস আক্তার, মোহাম্মদ নুর আলম সিদ্দিকী, মো. বুলু মিয়া, মোছা. আজমেরী খানম, মো. নূর আলম, মোছা. ফাহমিদা আকতার, মো. আশরাফ উদ্দিন, মুহাম্মদ জাফর সাদেক শিবলী, মো. এমরান হোসেন, মো. কামরুজ্জামান, মো. নজরুল ইসলাম, মো. নুরুল ইসলাম, মো. বজলুর রহমান, নুরুল ইসলাম, মুহাম্মদ শিহাব সালাম, আখতারুজ্জামান, সাধন চন্দ্র সূত্রধর, নীল কমল পাল, আবু নছর রাজু, মো. সারওয়ার হোসেন, মোহাম্মদ শাহজাহান মিরাজ, মো. ফেরদৌস রহমান, আহামদ ফরহাদ হোসেন, মো. আল-আমীন, মো. সহিদুর রহমান, সর্দার আবুল বাসার এবং মো. রাকিবুল হায়াত।
এর আগে দুদকের নিয়োগ ও পদোন্নতি কমিটি-১ এর সভায় বিভাগীয় পরীক্ষার ফলাফল বার্ষিক গোপনীয় প্রতিবেদন ও জ্যেষ্ঠতা তালিকাসহ অন্যান্য কাগজপত্র পর্যালোচনা করে ওই ৪০ জন উপসহকারী কর্মকর্তাকে সহকারী পরিচালক পদে পদোন্নতির সুপারিশ করে। এরপর কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়।
সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি পেতে তাদেরকে গত ৩০ অক্টোবর বাংলাদেশের ৪০টি আইন ও বিধিমালার ওপর ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় ন্যুনতম ৬০ পেয়ে পাস করতে হয়েছে। এরপর তারা পর্যায়ক্রমে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদোন্নতি পেলেন।
গত ১১ নভেম্বর ৩৪ সহকারী পরিচালকে পদোন্নতি দিয়ে উপপরিচালক করা হয়েছিল।
আরএম/জেডএস