সম্প্রতি ঢাকা সফর করে গেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। সফর শেষে দেশে ফিরে বাংলাদেশের উষ্ণ আতিথেয়তার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন ফয়সাল নাসিম।

রোববার (২৮ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে পাঠানো এক ক্ষুদে বার্তায় আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট।

ধন্যবাদ বার্তায় ফয়সাল লিখেছেন, আপনার উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ঢাকায় আমাদের খুব ভালোভাবে যত্ন করেছেন, যেটা আমাদের সফরকে ফলপ্রসূ করেছে। আপনার জন্য শুভ কামনা রইল।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেন মালদ্বীপ সফরে যাচ্ছেন কিনা ক্ষুদে বার্তায় তা জানতে চেয়েছেন ফয়সাল।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট। সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, শিক্ষামন্ত্রী দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ আরও অনেকের সঙ্গে বৈঠক করেন।

এনআই/এসএম