উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডব্লিউআইসিসিআই) বাংলাদেশ-ভারত বিজনেস কাউন্সিলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১২ গুণী ব্যক্তি পাচ্ছেন ‘ডব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড-২০২১’।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকার লা মেরিডিয়ান হোটেলে প্রথমবারের মতো বাংলাদেশ ডব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড-২০২১ প্রদান অনুষ্ঠান হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআইর সভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। আয়োজকরা জানান, সাহিত্য, কলা, বিজ্ঞান, প্রযুক্তি, সমাজসেবা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে সেবাদানকারী ১২ জন গুণী ব্যক্তি ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তিনটি প্রতিষ্ঠানকে সম্মানজনক এ পদক দেওয়া হবে।

পিএসডি/এসএম