বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা চলছে
সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা অনুষ্ঠিত হচ্ছে।
আজ (রোববার) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের বুড়িগঙ্গা হলে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। কমিটির সভাপতি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে এবং কমিটির অন্যান্য সদস্যের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। সভা শেষে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমকে জানাবেন তারা।
বিজ্ঞাপন
গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ঘোষণা দেওয়া হয় যে ১ ডিসেম্বর থেকে শুরু হবে ‘ঢাকা নগর পরিবহন’ নামের বাস রুট রেশনালাইজেশনের প্রথম ধাপ। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চলবে এ পরিবহন। প্রায় ২১ কিলোমিটারের এ রুটে কিলোমিটার প্রতি ভাড়া পড়বে দুই টাকা ২০ পয়সা।
ঘাটারচর থেকে কাঁচপুর— এ পাইলটিং রুটে নতুন নিয়মে, নতুন পদ্ধতিতে বাস চলবে। নতুন বাসের মাধ্যমে জনগণকে মানসম্পন্ন সেবা দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
এএসএস/এনএফ