সিগারেট খাওয়া নিয়ে মহসীন কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মারামারি
চট্টগ্রামে সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যার দিকে নগরের চকবাজার থানার দেবপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কলেজের তৃতীয় বর্ষের ছাত্র নাজিম উদ্দিন, দ্বিতীয় বর্ষের সোহাগ ও জিসান। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, সিনিয়রদের সামনে জুনিয়রদের চায়ের দোকানে বসা এবং সিগারেট খাওয়া নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষ দ্বন্দ্বে জড়ায়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। আহত শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত।
এ বিষয়ে মহসীন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মায়মুন উদ্দিন মামুন ঢাকা পোস্টকে বলেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি হয়েছে। বড় কিছু হয়নি। ঘটনায় সম্পৃক্তরা কলেজ ছাত্রলীগের সঙ্গে তেমন জড়িত নয়। তারা স্থানীয়ভাবে রাজনীতি করে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দেবপাহাড় এলাকায় সিগারেট খাওয়া নিয়ে মহসিন কলেজের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।
কেএম/আরএইচ