চট্টগ্রামে এক লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবাসহ আব্দুল মান্নান (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। জব্দ করা ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ৯০ লাখ টাকা।

শুক্রবার (২৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে আনোয়ারা থানার রায়পুর এলাকা থেকে তাকে আটক করা হয়। র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) ফ্লাইট ল্যাফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আব্দুল মান্নান (৪৫) আনোয়ারা থানার গহিরা এলাকার মৃত ছালেহ আহম্মদের ছেলে।

র‍্যাব কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গোপন তথ্যে জানতে পারি  রায়পুর এলাকায় কতিপয় মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছেন। সেখানে অভিযান চালিয়ে মান্নানকে আটক করা হয়। পরে মান্নানের দেওয়া তথ্য মতে তার বসত ঘরের খাটের নিচে দুইটি প্লাস্টিকের ব্যাগের ভেতর বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।

তিনি বলেন, মান্নান দীর্ঘদিন ধরে মায়ানমার থেকে সাগর পথ ব্যবহার করে ইয়াবা সংগ্রহ করতেন। পরে সেগুলো চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের কাছে পাচার করে আসছিলেন।

কেএম/এমএইচএস