পেটের ভেতরে দুই হাজার ইয়াবা, পাচারকালে আটক ২
প্রাণঘাতী কৌশলে পেটের ভিতরে করে ইয়াবা পাচারকালে দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকরা হলেন, নাম আবদুল্লাহ্ আল মামুন ওরফে সোহেল (২২) ও হামিদ হোসেন (২৩)।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ নভেম্বর) রাত ১০টায় র্যাব-১০ এর একটি দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাদের আটক করে। এ সময় উদ্ধার করা হয়েছে ২০০৫ পিস ইয়াবা।
শনিবার (২৭ নভেম্বর) সকালে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পেটের ভিতর করে ইয়াবা পাচার করা হচ্ছে। পরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন জব্দসহ দুই হাজার পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে ইয়াবা নিয়ে এই কৌশল অবলম্বন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল চক্রটি।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/এমএইচএস