বেতনের দাবিতে বিমানবন্দরের থার্ড টার্মিনালের শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ শ্রমিকরা। শতাধিক শ্রমিক বিক্ষোভের একপর্যায়ে থার্ড টার্মিনালের ভেতরের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে থার্ড টার্মিনালের সীমানা প্রাচীর (বর্তমান ভিভিআইপি টার্মিনালের সামনে) এবং থার্ড টার্মিনালে যাওয়ার রাস্তার ওপর অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন।
বিজ্ঞাপন
আন্দোলনকারীদের সবাই ঠিকাদারি প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপের শ্রমিক। থার্ড টার্মিনালের মূল নির্মাতা প্রতিষ্ঠান এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম হলেও তাদের অধীনে একাধিক বাংলাদেশি প্রতিষ্ঠান কাজ করছে। কনকর্ড গ্রুপ সেসব বাংলাদেশি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম।
শ্রমিকরা জানিয়েছেন, তাদের দীর্ঘদিনের দাবি ছিল যেন প্রতি মাসের বেতন পরবর্তী মাসের ১ তারিখে পরিশোধ করা হয়। কনকর্ড গ্রুপ প্রতি মাসের বেতন পরবর্তী মাসের ২৫ তারিখে দিত। তবে গত কয়েকমাস ধরে তারা ২৫ তারিখেও বেতন দেয়নি। সেপ্টেম্বরের বেতন তারা দিয়েছে অক্টোবরের ২৭ তারিখে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) অক্টোবর মাসের বেতন নিতে গেলে কনকর্ডের পক্ষ থেকে শ্রমিকদের জানানো হয়, আপাতত তাদের অর্ধেক মাসের বেতন দেওয়া হবে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করেন।
তাদের অভিযোগ, কনকর্ড প্রতিষ্ঠানটি এমনিতেই বেতন দেরিতে দেয়। এর ওপর কোম্পানি খাবার খরচ বাবদ ৪০০০, পিপিই, হেলমেট, জুতা, সেফটি ভেস্ট বাবদ ২০০০ টাকা কেটে রাখে। অথচ এসব সুরক্ষা সামগ্রী কোম্পানি দেওয়ার কথা।
নির্মাণ শ্রমিক মো. মিন্টু বলেন, আমরা কেউ অর্ধেক বেতন নেব না। এটা অন্যায়। আমরা পুরো বেতন দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন করব।
এদিকে শ্রমিকদের বোঝানোর জন্য ঘটনাস্থলে উপস্থিত হয় বিমানবন্দর এপিবিএনের ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা। তাদের একজন সাংবাদিকদের বলেন, পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের দাবির বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী শ্রমিক বিক্ষোভ শেষ হয় রাত সাড়ে ১১টায়।
এআর/এসএসএইচ