নাঈমকে চাপা দেওয়া ডিএসসিসির সেই গাড়ির চালক বরখাস্ত
বরাদ্দকৃত গাড়ি নিজে না চালিয়ে নিয়ম বহির্ভূতভাবে অন্যকে চালাতে দেওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গাড়িচালক (ভারী) মো. ইরান মিয়াকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এছাড়া, অবৈধভাবে গাড়ি বরাদ্দ নিয়ে তা চালানোয় পরিচ্ছন্নতাকর্মী মো. হারুন মিয়া এবং গাড়ি চালানোর কাজে সহযোগিতা করায় পরিচ্ছন্নতাকর্মী মো. আব্দুর রাজ্জাককে কর্মচ্যুত করা হয়েছে বলেও জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা।
বুধবার নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান ডিএসসিসির ময়লার গাড়ির চাপায় মারা যায়। এ ঘটনায় দক্ষিণ সিটির পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা করেছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এএসএস/আরএইচ