ঢাকা দক্ষিণে দ্বিতীয় দিনে টিকা পেলেন ৩৩ হাজার জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩৩ হাজার ৬০ জন।
বুধবার (২৪ নভেম্বর) রাতে ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, বুধবার ডিএসসিসির আওতাধীন ১০টি অঞ্চলে মোট ৩৩ হাজার ৬০ জনকে টিকা প্রদান করা হয়েছে। যার মধ্যে পুরুষ ১৬ হাজার ৫২৩ জন এবং নারী ১৬ হাজার ৫৩৭ জন টিকা নিয়েছেন।
জানা গেছে, গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আগামীকাল বৃহস্পতিবারও পরিচালিত হবে। গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ অঞ্চলে মোট ২৬ হাজার ১৬৬ জনকে টিকা দেওয়া হয়েছিল। যার মধ্যে পুরুষ ১২ হাজার ৭৮৫ জন এবং নারী ১৩ হাজার ৩৮১ জন।
এএসএস/এইচকে